Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

লাইসেন্স ইস্যুঃ-

মাদকদ্রব্য নিয়মএণ অধিদপ্তর নিমণবর্ণিত লাইসেন্স/পারমিট/ পাশ ইত্যাদি ইস্যু করে থাকেঃ

ত্রু নং

বিবরণ

 

ফি

সময়

১।

মাদকদ্রব্য উৎপাদন ও প্রত্রিুয়াজাতকরণ

-

১০,০০০/-

৯০ দিন

২।

মাদকদ্রব্য আমদানী/ মাদকদ্রব্য জাতীয় ঔষুধ রপ্তানী লাইসেন্স

-

১০,০০০/-

৯০ দিন

৩।

মাদকদ্রব্য আমদানী/ মাদকদ্রব্য জাতীয় ঔষুধ রপ্তানী ছাড়পত্র

-

 

৩০ দিন

৪।

মাদকদ্রব্য খুচরা বিত্রুয় লাইসেন্স

-

১,০০০/-

৩০ দিন

৫।

মাদকদ্রব্য ব্যবহারের পারমিট

-

১,০০০/-

৩০ দিন

৬।

মাদকদ্রব্য বহন/পরিবহন পাশ

-

 

৩০ দিন

৭।

মাদকদ্রব্য বিত্রুয়/ মদ্যপানের বার লাইসেন্স

-

১,০০০/-

১২০ দিন

৮।

মাদকদ্রব্য খুচরা বিত্রুয়/ অফ লাইসেন্স

-

 

 

 

                          পৌর এলাকায়

-

১৪,০০০/-

৯০ দিন

 

                          অন্যান্য সহানে

-

৬,০০০/-

৯০ দিন

৯।

প্রিকারসর কেমিক্যাল আমদানী/ খুচরা/ ব্যবহারের পারমিট

-

 

 

 

                          আমদানী

-

১০,০০০/-

৯০ দিন

 

                          খুচরা বিত্রুয়

-

২,০০০/-

৬০ দিন

 

                          ব্যবহার

-

২,০০০/-

৩০ দিন

১০।

এ্যালকোহল উৎপাদন (ডিষ্টিলারী/ ব্রিউয়ারী) লাইসেন্স

-

২০,০০০/-

১২০ দিন

১১।

মদ্যপানের পারমিট

-

 

 

 

                          বিলাতী মদ

-

২,০০০/-

৩০ দিন

 

                          দেশী মদ

-

৮০/-

৩০ দিন

১২।

বেসরকারী মাদকাসত্তিু নিরাময় কেন্দ্র ও পূর্নবাসন কেন্দ্র সহাপনের লাইসেন্স

-

 

 

 

                          ১০ বেড

-

১০,০০০/-

৩০ দিন

 

                          ১০ বেডের বেশী

-

২০,০০০/-

৩০ দিন

১৩।

বেসরকারী সংসহা (এনজিও) নিবন্ধন

-

১,০০০/-

৯০ দিন

শর্তসমূহঃ

ক)      উপরোত্তু লাইসেন্স পারমিট, পাশ প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

খ)       আবেদন ফরম সকল আঞ্চলিক, উপ-আঞ্চলিক কার্য্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।

গ)       অধিদপ্তরের Website www.dnc.gov.bd. থেকে ফরম সমূহ Down Load করা যাবে।

ঘ)       পূরণকৃত ফরম প্রধান কার্যালয়/ সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক কার্য্যালয়ে দাখিল করা যাবে।

ঙ)       পূরণকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই বাছাইয়ের পর সরেজমিনে তদমত ত্রুমে উপযুত্তুতার ভিত্তিতে আইনের বিধান অনুসারে লাইসেন্স/পারমিট/পাশ ইত্যাদি ইস্যু করা হবে।

চ)       আবেদন ফরমে উল্লেখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে।

 

 

মাদকাসত্তুদের চিকিৎসাসেবাঃ-

            ঢাকায় অধিদপ্তরের ৪০ শয্যা বিশিষ্ট একটি কেন্দ্রীয় মাদকাসত্তিু নিরাময় ও চিকিৎসা কেন্দ্র এবং চট্রগ্রাম, খুলনা, রাজশাহীতে ৫ শয্যা বিশিষ্ট মাদকাসত্তিু নিরাময় ও চিকিৎসা কেন্দ্র আছে। সেখানে যেকোন মাদকাসত্তু ব্যত্তিু চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারে। দরিদ্র মাদকাসত্তু ব্যত্তিুরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে পারে। এছাড়া দেশব্যাপী বেসরকারী মাদকাসত্তিু নিরাময় ও চিকিৎসা কেন্দ্র থেকে জনগণ সেবা নিতে পারে।

            নিরাময় কেন্দ্র সমূহের নাম ও ঠিকানাঃ

১।

কেন্দ্রীয় মাদকাসত্তু নিরাময় ও পূর্ণবাসন কেন্দ্র

৪৪৩ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।

২।

চট্রগ্রাম মাদকাসত্তু নিরাময় কেন্দ্র

১১৫ পাঁচ লাইশ আবাসিক এলাকা, চট্রগ্রাম

৩।

রাজশাহী মাদকাসত্তু নিরাময় কেন্দ্র

২০৪/২ উপশহর, রাজশাহী

৪।

খুলনা মাদকাসত্তু নিরাময় কেন্দ্র

২ কেডিএ এভিনিউ, ময়লাপোতা, খুলনা।

 

রিসোর্স সেন্টারঃ-

            অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ১টি রিসোর্স সেন্টার আছে। সেখানে মাদকাসত্তু সম্পর্কিত বইপত্র ও প্রচারনা আছে এবং যেকেউ সেখান থেকে সেবা নিতে পারে।

            ঠিকানাঃ

            মাদকদ্রব্য নিয়মএণ অধিদপ্তর, ৪৪১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।

নিরোধ ও শিক্ষাঃ-

            বেসরকারী সংসহা সমূহ (এনজিও) নিরোধ কার্যত্রুমে অংশে গ্রহণ করতে চাইলে বিধি মোতাবেক অধিদপ্তর হতে প্রয়োজনীয় নিবন্ধন করে নিতে পারেন।

অভিযোগঃ-

১।         লাইসেন্স পারমিট, চিকিৎসা সেবা ও রিসোর্স সেন্টার ব্যবহার সংত্রুামত কোন সমস্যা সৃষ্টি হলে বা কোন প্রকার তথ্য জানার প্রয়োজনে এবং

২।         মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, পাচার, পরিবহন, কর্মকর্তা, কর্মচারীদের বিরতদ্ধে অভিযোগ, সকল গোপনীয় তথ্য ইত্যাদি বিষয়ে নিমেণাত্তু কর্মকর্তা/ অফিসে যোগাযোগ করা যাবে বা প্রতিকার পাওয়া যাবে।

            ক)        উপ-আঞ্চলিক/ আঞ্চলিক কার্যালয়।

            খ)        উপ-আঞ্চলিক/ আঞ্চলিক কার্যালয় হতে কোন প্রতিকার না পাওয়া গেলে নিমেণাত্তু অফিস/ কর্মকর্তার নিকট যোগাযোগ করা যাবে।

                       পরিচালক (প্রশাসন)/ অপারেশনস্/ চিকিৎসা ও পূর্ণবাসন/ নিরোধ শিক্ষা)

                       ঠিকানাঃ- ৪৪১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা।

৩।        বর্ণিত সকল বিষয়ে যেকোন তথ্য বা অভিযোগ/ প্রতিকারের জন্য অধিদপ্তরের অতিরিত্তু মহাপরিচালক ও মহাপরিচালক বরাবরেও যোগাযোগ করা যাবে।

            ঠিকানাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, ৪১, সেগুনবাগিচা , ঢাকা

                                                                                                                                                                                                          ছানোয়ার হ